সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
ব্যক্তিগত উদ্যোগে ‘‘স্তন ক্যন্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষন ও কর্মশালা ’’ আয়োজন
Home Page » আজকের সকল পত্রিকা » ব্যক্তিগত উদ্যোগে ‘‘স্তন ক্যন্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষন ও কর্মশালা ’’ আয়োজন
বঙ্গ-নিউজঃ স্টাফ রিপোর্টার-মু তরিকুল ইসলাম, ২৪ সেপ্টেম্বর-১৭, রোজ রবিবার,করটিয়া টাঙ্গাইল সরকারি স’দত কলেজের ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের হল রুমে ‘‘স্তন ক্যন্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত হয়” বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন ও বাঁশরী-(একটি নজরুল চর্চা কেন্দ্র) করটিয়া সরকারি সা’দত কলেজের সাথে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আলিম মাহমুদ,জনাব আসাদুজ্জামান ও মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় কয়েক শত ছাত্রী অংশগ্রহন করেন।স্তন ক্যন্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন ক্যন্সার বিশেষঞ্জ ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাধারন সম্পাদক ডাঃ খুরিশীদ আলম,ব্যবহারিক প্রশিক্ষন প্রদান করেন ডাঃ হাসরাত আরা বেগম। কর্মশালায় পৃষ্ঠপোষকতা করেন ড. ইণ্ঞ্জি মো:খালেকুজ্জামান, সভাপতি বাঁশরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: নজরুল ইসলাম খান সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি স’দত কলেজ।অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সুচিত্রা হাজং, বাংলাদেশ বন্ধু ফাউনেডশন (বন্ধু)।
বাংলাদেশ সময়: ৯:০৩:৫২ ১১২১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News