রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে মার্কিন বাহিনীর বোমারু বিমান
Home Page » অর্থ ও বানিজ্য » উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে মার্কিন বাহিনীর বোমারু বিমান
বঙ্গ-নিউজঃ উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে শনিবার উড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান ও যুদ্ধবিমান। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার আকাসশীমায় তাদের যুদ্ধবিমান উড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
একুশ শতকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান বা বোমারু বিমান উত্তর কোরিয়ার উপকূলের বেসামরিক অঞ্চলের সবচেয়ে উত্তর দিক দিয়ে উড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাতে শনিবার এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্পে পিয়ংইয়ংয়ের আবারও পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর সামরিক শক্তির এই মহড়া দিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পরস্পরকে হুমকি দিয়ে কথা বলেছে। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, যেকোনও হুমকি মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের উদাহরণ ছিলো এটা।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনে উত্তর কোরিয়াকে ‘ধ্বংস’ করবে যুক্তরাষ্ট্র।
হোয়াইট বলেছেন, উত্তর কোরিয়ার এত কাছে আর কোনও মার্কিন বোমারু বিমান উড়ে যায়নি। আমরা উত্তর কোরিয়ার আচরণ খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আত্মঘাতী মিশনে রয়েছেন।
রিং বলেন, ট্রাম্পের মতো একজন মানসিক বিকারগ্রস্ত লোকের কাছ থেকে এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে রকেট হামলা চালানো অনিবার্য হয়ে উঠেছে। উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার জন্য তাকে চড়া মূল্য দিতে হবে বলেও হুমকি দিয়েছেন রিং। তিনি বলেন, কোনো নিষেধাজ্ঞাতেই টলবে না তার দেশ। তারা পরমাণু অস্ত্র বানিয়েই যাবেন এবং এর মধ্য দিয়ে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির ভারসাম্য’ তৈরি করা হবে।
গত ৩ সেপ্টেম্বর নিজেদের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে দেশটি। যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জনে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
সর্বশেষ পরমাণু পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটির ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানের ওপর দিয়ে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এই নিষেধাজ্ঞার জবাব দেয় উত্তর কোরিয়া।
বাংলাদেশ সময়: ১০:৪৪:৫০ ৬৪২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News