শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

অনুমৃতা-মুতাকাব্বির মাসুদ

Home Page » সাহিত্য » অনুমৃতা-মুতাকাব্বির মাসুদ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭



 মথিত সুখ-মদিরাক্ষী নারী

রুদ্ধ নীল চোখ
লাল জলের রুদিত ঢেউ
মথিত সুখ-মদিরাক্ষী নারী;
চোখের পাপড়ি-কম্পনে তুলে জলতরঙ্গের সুর!
সূর্যমুখী কলার ঠোঁট;
অস্ফুট বেদনার পাথর বিশ্রাম
ক্লান্ত সাঁঝের উদাসী নিঃশ্বাস
ষোড়শী চোখের উঠোনে
দামাল কর্ণিয়ায় খেলে আগুনের চির শৈশব
জ্বালামুখের জ্বালা!
.
আমি দেখেছি তোমার অনূঢ়া বুকে কাছারি ঘর
কষ্টের লেলিহান শিখা
দাহিত প্রেমের জীবাশ্ম
ছোট্ট ডিঙ্গির মতো চোখ
গাবের কষমাখা কষ্ট কলিজায় ঘাই তুলে
অনাদি অনন্ত রক্তজলে
.
তোমার কুমারী চোখে পোড়াদহের দহনজ্বালা
নদী কি জানে জ্বালার কী জ্বালা ?
নরম কালো শরীর শিশিরের শোভা
চোখের জলে নদীর কী আর তৃষ্ণা মেটে বলো?
চিতার মত যে নদীর গতি জলপাঁজরে হারায়
নদী বদলায়-তুমি বদলাও না!
.
চোখের জলে ডুবন্ত স্বপ্নডিঙা
অবাঞ্চিত রোমাঞ্চিত স্বাদ
ধ্বংসের চোরাবালি-নদীর অনুরাগ
নদীর টানে ঝড়ে বক ঝরে শূন্য থেকে
সাদা সাদা কাফনের দলা
নদী ও নারী দুঃসহ জ্বালায় মরে
নিজ নিজ মাংসের গন্ধে
নদীর সাথে সাত্ত্বিক নারী
সেও আজ অনুমৃতা!

মুতাকাব্বির মাসুদ

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৬   ৮০৭ বার পঠিত   #  #  #  #  #  #