শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
বিনা ভোটে নির্বাচিত সরকার জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে: রিজভী
Home Page » অর্থ ও বানিজ্য » বিনা ভোটে নির্বাচিত সরকার জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে: রিজভী
বঙ্গ-নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিনা ভোটে নির্বাচিত সরকার এর আগে পচা গম আমদানি করেছিল। এখন পচা চাল আমদানি করছে। সরকার জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘থাইল্যান্ড থেকে আমদানি করা এসব চাল একেবারেই খাবার অনুপযোগী ও অত্যন্ত নিম্নমানের। আমরা মনে করি, খাদ্যের অনুপযোগী চাল বা গম সরবারহ করা সংবিধান পরিপন্থি। এর মাধ্যমে সরকার শুধুমাত্র সংবিধানবিরোধী কাজই করেনি, মানবতাবিরোধী কাজ করছে, জনগণের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে।’
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকারিভাবে আমদানি করা চাল বেসরকারিভাবে বিক্রির চেষ্টা কেন? এখানেই খটকা। হাওরে বন্যার কারণে খাদ্য সংকট দেখা দেয়ায় সরকার থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি শুরু করে। ১৩ জুলাই থেকে এই পর্যন্ত সরকারি-বেসরকারি খাতে আমদানি করা চালবাহী ১৬টি জাহাজ বন্দরে এসেছে। পচা চালের খবর ফাঁস হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আগের আমদানি করা চালের চালানগুলোও নিম্নমানের কিনা?’
ওএমএস’র আতপ চাল সম্পর্কে অভিযোগ করে রিজভী বলেন, ‘নিম্ন আয়ের মানুষ খোলাবাজারে ওএমএসের আতপ চাল নিচ্ছে না। তারা যাতে এ চাল নেয় সেজন্য জোরজবরদস্তি করছেন ডিলাররা। এর পেছনে আরও খী কী রহস্য রয়েছে তা দ্রুত তদন্ত করে বের করা উচিত বলে আমরা মনে করি।’
সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, অনিন্দ ইসলাম অমিত প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৪৬:০৯ ৫৩৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news