বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

সুচি-খালেদা একই পথের যাত্রী : হাসানুল হক ইনু

Home Page » জাতীয় » সুচি-খালেদা একই পথের যাত্রী : হাসানুল হক ইনু
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭



 ---

বঙ্গ-নিউজ: মিয়ানমারের নেত্রী অং সান সুচির পথ হিংসার পথ। সাম্প্রদায়িক পথ। তাই রোহিঙ্গাদের জাতিগত নিপীড়ন করছে। গণহত্যা করছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ধর্ম নিরোপেক্ষাতার পথ পরিহার করে দেশকে হত্যা, গুম, সংঘর্ষের পথে ঠেলে দিয়েছিল। তারা দুজনে অসাম্প্রদায়িকতার পথ ছেড়ে সাম্প্রদায়িকতার পথ বেছে নিয়েছেন। তারা দুজনেই একই পথের যাত্রী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সবার জন্য শান্তি : সবার জন্য সম্মান; নিরাপত্তা এবং মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বাংলাদেশ শান্তি পরিষদ এ আলোচনার আয়োজন করে।

ইনু বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন, গণহত্যার মত অপরাধ হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধান করে শান্তি চাইলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। ক্ষতিপূরণ দিয়ে পূর্ণবাসন করতে হবে। গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে।

তিনি বলেন, সমাধানের পথ হবে তিন উপায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির উদ্দ্যোগ, কূটনৈতিক উদ্দ্যোগ, গণমাধ্যমের উদ্দ্যোগ এবং তা হবে বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রি-পক্ষীয় ব্যবস্থাপনায়।

৭১’ এর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, জাতিগত নিপীড়নের কারণেই ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্ম হয়। জাতিগত নিপীড়নেই উপমহাদেশে অশান্তি সৃষ্টি হয়েছিল।

আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, গণতান্ত্রিক পাটির সাধারণ সম্পাদক ডা. শাহাতদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২০   ৮১৭ বার পঠিত   #  #  #  #  #  #