মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

১ লক্ষ টাকা হলেই বাঁচবে অসুস্থ আব্দুল কাইয়ুম

Home Page » বিবিধ » ১ লক্ষ টাকা হলেই বাঁচবে অসুস্থ আব্দুল কাইয়ুম
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭



 আলসার রোগে আক্রান্ত আব্দুল কাইয়ুম

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধীঃমাথা গোজার ঠাঁই নেই, অসুস্থ আব্দুল কাইয়ুম (৫৫) । তার এক ছেলেকে নিয়ে মেয়ে জামাইয়ের বাড়িতে বাস করেন তিনি।
গলায় আলসার রোগে আক্রান্ত আব্দুল কাইয়ুম অনেক কষ্টে দিন পার করছেন।
দেখার কেউ নেই !
তাদের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকায় ।
একমাত্র ছেলের চায়ের দোকানের দিনমজুরের টাকা দিয়েই চলে সংসার। দারিদ্র পিতাকে বাঁচাতে অর্থাভাবে অসহায় হয়ে পরে আছেন ছেলে সুজন (২৫) ।
চায়ের দোকানে দিনমজুরের উপর নির্ভশীল ছেলে সুজন । গলায় আলসার রোগে আক্রান্ত পিতার চিকিৎসার টাকা যোগাতে হিমশিম খাচ্ছেন। সুজন (২৫) প্রতিদিন চায়ের দোকানে উপার্জনের টাকা দিয়েই কোন রকম বোন জামাইয়ের বাড়িতে বাবা মাকে নিয়ে বেঁচে আছেন ।
গলায় আলসার রোগে আক্রান্ত আ: কাইয়ুম (৫৫) ডাক্তার বলেছেন, তাকে বাঁচাতে গলায় অপারেশন করতে হবে। অপারেশনের জন্য প্রায় ১ লক্ষ টাকার দরকার। তাই এত টাকা সংগ্রহ করতে বিপাকে পড়েছেন সুজন ।
তাই আলসার রোগে আক্রান্ত পিতাকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের কাছে হাত পেতে ছেন সুজনস । সবার সাহায্যে পেলে তার পিতা সুস্থ হবেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০০   ৬৪৭ বার পঠিত   #  #  #  #  #  #