সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বড়খাপন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও যুবলীগের নতুন কমিটি ঘোষনা

Home Page » সারাদেশ » বড়খাপন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও যুবলীগের নতুন কমিটি ঘোষনা
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও যুবলীগের নতুন কমিটি ঘোষনা
আল আমিন আহমেদ বঙ্গ-নিউজঃ নেত্রকোণা জেলার কলামাকান্দা উপজেলাধীন বড়খাপন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ও যুবলীগের নতুন ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়েছে । এতে সভাপতি ঘোষিত হয়েছেন সেলিম আকন্দ , সাধারন সম্পাদক ঘোষিত হয়েছেন তপন চন্দ্র সরকার রিমন।এতে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি এড. মিজানুর রহমান সেলিম , প্রধান বক্তা ছিলেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস , বিশেষ বক্তা ছিলেন কলমাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন এবং এতে সভাপতিত্ব করেন বড়খাপন ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মুকুল ভৌমিক আরোও বক্তব্য রাখেন সুভাষ চক্রবর্তী , সঞ্জয় তালুকদার প্রমুখ। এবং সঞ্চালনায় ছিলেন বড়খাপন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক আলতাফুর রহমান আলতু। সম্মেলন চলাকালীন সময়ে সভাপতির পদ নিয়ে বির্তক সৃষ্টি হয়। শেষ পর্যায়ে উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধাতে সভাপতি ঘোষিত হয় সেলিম আকন্দ ।

কিন্তু উক্ত কমিটির সভাপতি প্রতিদ্বন্দী খাইরুল ইসলাম ও তাঁর দলের কাউন্সিলের অনেক সদস্য ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনে তীব্র দাবি জানায়।বির্তক কালীন সময়ে ক্যামেরায় ফুটেজ ধারন করায় মিডিয়াকে বাঁধা প্রদান করেন অত্র ওর্য়াডের যুবলীগের সম্মানিত সদস্য সুস্হির চক্রবর্তী। সর্বশেষ আজকের সম্মেলনে উদারতার পরিচয় দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জনিক তালুকদার জনি। যার ফলে উপজেলার নেতৃবৃন্দ তাঁকে বড়খাপন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক করার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:০৯   ১২২১ বার পঠিত   #  #  #  #  #  #