সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

`নিঃসঙ্গ’- ফয়সাল হাবিব সানি

Home Page » সাহিত্য » `নিঃসঙ্গ’- ফয়সাল হাবিব সানি
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭



 প্রতিকী ছবি

নিঃসঙ্গ অর্থ সঙ্গহীনতা নয়- কেননা অাপামর ব্যর্থ মানুষ জেনে নিও-
তোমার `তুমি’ই সবথেকে তোমার বড়ো সঙ্গ;
সঙ্গহীনতা মানে তোমার `তুমি’কে ত্যাগ করা, তুমিই তোমাকেই ছুঁড়ে ফেলা তমসাচ্ছন্ন গহনারণ্যে!
নিঃসঙ্গ অর্থ নিজেকে সঙ্গ দেওয়া- সময়ময় তুমিতে নিজের জন্য নিজেকে নিয়ে ভাবা- নিঃসঙ্গ মানেই তোমার ভেতর সৃষ্টিশীলতার উত্থান- অলভ্য তুমিকেই `তুমি’ দিয়ে সৃষ্টি করা!
নিঃসঙ্গ অর্থ তুমি একা নও, এক নও, এক তুমি দুই- তোমার সাধারণত্ব ও জন্মসূত্রে তোমার ভেতরের সাধারণত্বের মিলনে অসাধারণ হয়ে ওঠা!
নিঃসঙ্গ মানেই তোমার ভেতরের লুক্কায়িত `তুমি’কে উপড়ে নিয়ে অাসা তোমার সম্মুখে- অদেখা তাকে দেখা, অচেনা তাকে চেনা-
নিঃসঙ্গ অর্থই তুমি অারও বড়ো, তুমি অারও বিস্তৃত, তুমি অারও বেশি কিছু তোমার থেকে!
নিঃসঙ্গ অর্থই অসঙ্গহীনতা- কেননা অাপামর স্বার্থক মানুষ জেনে নিও-
নিঃসঙ্গই বড়ো সঙ্গতা, সঙ্গতায় নিঃসঙ্গের জন্মকালান্তর পরিপূরক!

বাংলাদেশ সময়: ২২:০৪:৫০   ৭৮১ বার পঠিত   #  #  #  #  #  #