
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
চট্টগ্রামে গৃহবধু খুন
Home Page » সারাদেশ » চট্টগ্রামে গৃহবধু খুনসাদনান পাপ্পু বঙ্গ-নিউজঃ চট্টগ্রামের গৃহবধূ শান্তা (২৮) কুমিল্লা চকবাজার এলাকার বেলাল মিয়ার মেয়ে। ৭ বছর বয়সি একটি কন্যা সন্তানও আছে তার। স্বামীর হাতে খুন হয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা। গতকাল সকাল প্রায় ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তার সশুর বাড়ির আশে পাশের লোকজন ঘটনা স্থলে তার পরিবারের সদস্যদের খবর দেয়। ঘটনা স্থলে গিয়ে তার পরিবারের সদস্যরা শুনতে পায় বাপের বাড়ি থেকে টাকা না দেওয়ার সুএে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় শান্তাকে। আর মায়ের এই অবস্থা দেখে কান্নাই ভেংগে পরে শান্তার ৭ বছর বয়সি মেয়েটি। এই ঘটনা নিয়ে একটি মামলা ও করেন শান্তার বাবা। মৃত শান্তার বাবা জানান যাতে তার খুনি, স্বামী মিঠু মিয়ার খুব দ্রুত শাস্তি হয়।
বাংলাদেশ সময়: ০:২৫:৫৯ ১১০৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News