শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্যের পাতাল রেলে বিস্ফোরণ
Home Page » জাতীয় » যুক্তরাজ্যের পাতাল রেলে বিস্ফোরণ
বঙ্গ-নিঊজ: যুক্তরাজ্যের লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লন্ডনের দক্ষিণ পশ্চিমে ফুলহাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগের ভেতরে থাকা সাদা একটি বালতিতে বিস্ফোরণ ঘটেছে।
তবে এতে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না। এই বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখমণ্ডলে ক্ষত হয়েছে। ওই বিস্ফোরণের পর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা পারসনস গ্রিন স্টেশনে ট্রেন থেকে নেমে যেতে থাকেন। ঘটনার পর পর স্টেশনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এ সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের আতঙ্কিত হয়ে স্টেশন চত্বর ছেড়ে যেতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৮:১৮:২১ ৭৭৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম