
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
রোহিঙ্গা নির্যাতন, প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ
Home Page » জাতীয় » রোহিঙ্গা নির্যাতন, প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ
বঙ্গ-নিঊজ: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ইসলামী দলের নেতৃত্বে হাজার হাজার মুসল্লিরা এতে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দল আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।
জুমার নামাজ শেষে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ এবং তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনার পর সারা বিশ্বের বিবেকবান মানুষ এর প্রতিবাদ করছে। অথচ মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। ফেরাউনের সময় শিশুদের যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। আরাকানে সূচিকে ডুবিয়ে মারা হবে।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বাংলাদেশের কোনো মুসলমান বসে থাকতে পারে না। আমাদের সবাইকে এই গণহত্যার প্রতিবাদে আরও সোচ্চার হতে হবে। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করা হবে বলে বক্তারা জানান।
বাংলাদেশ সময়: ১৮:১০:১৯ ৭০০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম