বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন কূটনীতিকগণ

Home Page » জাতীয় » রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন কূটনীতিকগণ
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭



 রোহিঙ্গা শরণার্থী

বঙ্গ-নিউজ: রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি দল। এসময় তারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন এবং সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি দলের সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই বর্তমান সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায়। কূটনীতিকদের শরণার্থী ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা বিষয়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হলো।

এদিকে সমস্যা সমাধানে বিভিন্ন দেশের কূটনীতিকরা নিজ নিজ দেশের সাথে আলোচনা করারও আশ্বাস দেন। প্রসঙ্গত আজ  বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিনিধিদের দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পরে সড়ক পথে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১৮:৫১:১৪   ৪৯৮ বার পঠিত   #  #  #  #  #  #