
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
নিকৃষ্ট প্রস্তাব ; জীবন খসড়া- ফয়সাল মাহমুদ আবদুল্লাহ
Home Page » বিবিধ » নিকৃষ্ট প্রস্তাব ; জীবন খসড়া- ফয়সাল মাহমুদ আবদুল্লাহধরে নাও আমি একজন ঈশ্বরে অবিশ্বাসী ব্যাক্তি
কিংবা ধরে নাও আমি একজন খুনি অথবা নেশাখোর,
সিগেরেট আমার শ্বাস-প্রশ্বাস,মদ আমার একমাত্র পানীয়, নিদ্রার ওষুধে ওষুধে আমার ঘুম পায় দৈনিক;
নয়তো ধরে নাও এই আমি শতাব্দীর কুৎসিত মানুষদের একজন
কিংবা বিল গেটস এর সম্পদ সম আমার কিছু দায় আছে ।
এসব সত্য হওয়ার পরেও- কে আছো ভালোবাসার !?
এসো একটি উত্তরাধুনিক প্রেমের ইতিহাস চাষাবাদ করি !
বাংলাদেশ সময়: ০:২৬:১৬ ৯৯৯ বার পঠিত