রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
“রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে’:আশাবাদ ওবায়দুল কাদেরের
Home Page » জাতীয় » “রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে’:আশাবাদ ওবায়দুল কাদেরের
রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘৭১- এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়েও ভারতকে পাশে পাব। কারণ রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন। ‘
তিনি আরও বলেন, ‘সরকার যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে। তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। সারাদেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে। ‘
বাংলাদেশ সময়: ১৮:২৯:১৫ ৯১৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম