রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
সুনামগঞ্জে ও এম এস(ওপেন মার্কেট সেল) ডিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Home Page » সারাদেশ » সুনামগঞ্জে ও এম এস(ওপেন মার্কেট সেল) ডিলারের বিরুদ্ধে অভিযোগ দায়েরসুনামগঞ্জ প্রধিনিধি বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের রেশন বিক্রয় ও এম এস এর ডিলার রাজু আহমেদ এর বিরুদ্ধে রেশন বিক্রির অনিয়মের অভিযোগ এনে গত ২৮ জুলাই ই-মেইলের মাধ্যমে বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের কর্তব্যরত দুই গ্রাম পুলিশ আজিম উদ্দিন ও আবুল কালাম স্বাক্ষরিত জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় বরাবর দায়ের করে । এই অভিযোগকে মিথ্যা প্রমান করতে স্হানীয় কয়েকটি পত্রিকার সুজোক সুবিধা নেন ওম এম এস ডিলারের মালিক রাজু আহমেদ । স্হানীয় পত্রিকাগুলোতে অভিযোগ দায়ের কারী দুই গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনলেও এই অভিযোগের কোনো প্রকার সত্যতা পাওয়া যায়নি । জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় বরাবর রেশন বিতরনে অনিয়মের অভিযোগ দায়ের করার পর ধর্মপাশা উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়াকে তদন্তের দায়িত্ব দেয় কর্তৃপক্ষ ।সরেজমিনে পরিদর্শন করে তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হলে , ধর্মপাশা উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া সরেজমিনে পরিদর্শনে আসলে অভিযোগ দায়েরকারীগন আজিম উদ্দিন ও আবুল কালাম ডিউটিতে থাকার কারনে তদন্ত্র কর্মকর্তা অভিযোগের কোনো সত্যতা পাননি । কিন্তূ এই এলাকার সাধারন মানুষ জানান যে ও এম এস ডিলারের মালিক রাজু আহমেদ এক ব্যক্তির কাছে একাধিক কার্ডের রেশন অতিরিক্ত টাকার বিনিময়ে বিক্রি করেন । সঠিক তদন্ত করে উক্ত ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
বাংলাদেশ সময়: ০:০০:৩৭ ৫৭৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News