শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭

সাদা পোশাকে মাঠে নামার আশা মাশরাফি বিন মর্তুজা

Home Page » খেলা » সাদা পোশাকে মাঠে নামার আশা মাশরাফি বিন মর্তুজা
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  টেস্ট ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের হয়ে আবারও টেস্ট ক্রিকেট খেলতে না পারলেও সাদা পোশাকে নিজেকে আবারও দেখতে চান মাশরাফি।জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৮তম জাতীয় ক্রিকেট লিগে আবারও সাদা পোশাকে খুলনার হয়ে মাঠে নামতে পারেন তিনি। তাছাড়া তিনি খেলতে চান এমনটাও জানিয়ে দিয়েছেন এরই মধ্যে বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের। সে হিসেবে জাতীয় ক্রিকেট লিগে খুলনার প্রাথমিক ২০ সদস্যের দলে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৮তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা থাকলেও পেছানোরও সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরের আগে অন্তত দুটি ম্যাচ খেলতে চান মাশরাফি। সব ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে তিন বছর পর জাতীয় লিগে মাঠে নামা হবে তাকে।

অন্যদিকে, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২ অক্টোবর শেষ হবে টাইগারদের টেস্ট সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে টিম যাবে দক্ষিণ আফ্রিকায়। মাশরাফি যেহেতু টেস্ট দলে থাকছেন না, তাই সে সময়টাকে কাজে লাগাতেই ম্যাচ খেলতে চান তিনি।

খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ মনোয়ার আলী মনু বলেন, মাশরাফি বিন মর্তুজা তাকে ফোন করে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। সে হিসেবেই তাকে প্রাথমিক দলে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫২   ১৪৭৭ বার পঠিত   #  #  #  #  #  #