শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭

যুদ্ধে যেতে চাই - মনজুর আহমদ

Home Page » সাহিত্য » যুদ্ধে যেতে চাই - মনজুর আহমদ
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭



মিয়ানমারে নির্যাতন  ফাইল ছবি
ওরে ভাই বলনা আমায়
কেমন করে কাফন পড়ে
মায়ার বাধন আপন ছেড়ে যুদ্ধে যাওয়া যায়।
বুকে সেই বিরাট পাথর
তবু রই ঘুমেই কাতর
মরনসম এ ঘুম থেকে
কেমনে জাগা যায়?
অত্যাচারে নির্বিচারে মারছে কারে মায়ানমারে?
এসব দেখে মুখটি ঢেকে
আর কি থাকা যায়?
ঐ পাষাণে নির্যাতনে
মারছে প্রাণে মুসলমানে
এসব শুনে নিথর মনে
বধির থাকা যায়?
শিশুর লাশে নিত্য ভাসে বর্মি দেশে

কিনার ঘেষে কাঁদছে বসে সবাই

ত্রাসে করুণ চোখে চায়।
বিশ্ব মানবতা সেকি
নিঃশ নিরবতা একি
সঙ্ঘ দেখি রঙ্গ মেকি
বধির মুক তাই,
ওরে ভাই বলনা আমায়
কেমন করে কাফন পড়ে
মায়ার বাধন আপন ছেড়ে যুদ্ধে যাওয়া যায়।

মনজুর আহমদ

বাংলাদেশ সময়: ১৮:২১:০৮   ৫৫৯ বার পঠিত   #  #  #  #  #  #