শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
Home Page » প্রথমপাতা » মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছেবঙ্গ-নিউজঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আশেপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মেক্সিকোর চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে।
মাটির ৭০ কিলোমিটার গভীরে ছিলো এর কেন্দ্রস্থল। এর ফলে মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, মেক্সিকো সিটিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে অনেক মানুষ। প্রায় এক মিনিট ধরে এই কম্পন ছিলো।
এর আগে, ১৯৯৫ ও ১৯৮৫ সালে দুইবার মেক্সিকোয় ৮ মাত্রার একটি শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। এবারের ভূমিকম্পের মাত্রা আরো বেশি ছিলো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটিতে হারিকেন কাতিয়ার আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানল। বিবিসি ও সিএনএন।
বাংলাদেশ সময়: ১৮:০৭:২৫ ৪৭১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News