বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

র‌্যাবের কর্মকর্তারা জঙ্গি আব্দুল্লাহ্ এর ছবি প্রকাশ করেছেন

Home Page » জাতীয় » র‌্যাবের কর্মকর্তারা জঙ্গি আব্দুল্লাহ্ এর ছবি প্রকাশ করেছেন
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭



 ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: মিরপুরের ‘জঙ্গি আস্তনা’য় বিস্ফোরণে নিহত জঙ্গি আবদুল্লাহর ছবি প্রকাশ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭’ই সেপ্টেম্বর) দুপুরের পর র‌্যাবের কর্মকর্তারা এই ছবি প্রকাশ করেন। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানান, প্রকাশিত ছবিটি আশপাশের বাসিন্দাদের দেখালে তারা নিশ্চিত করেছেন, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনিই ছয়তলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

ছবি দেখে নিহত জঙ্গিকে আব্দুল্লাহ বলে নিশ্চিত করেছেন বর্ধনবাড়ি সড়কের ‘সালমান রেফ্রিজারেশন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স’ এর মালিক মো. সেলিম। তিনি বলেন, ‘আমি আব্দুল্লাহকে চিনি ২০ বছরের বেশি সময় ধরে। সে ভাইদের সঙ্গে নিয়ে আগে থাকতো মিরপুর বড় বাজার সংলগ্ন হরিরামপুরে। ইলেকট্রিকের কাজ করতো তারা। আইপিএস, স্ট্যাবুলাইজারসহ বিভিন্ন পণ্য তৈরি করে তারা স্টেডিয়াম মার্কেটে বিক্রি করতো।

এর আগে, ওই বাসায় বিস্ফোরণে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গি আবদুল্লাহ ছাড়াও একাধিক শিশুর ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেছে। ব্রিফিংয়ে মুফতি মাহমুদ খান জানান, বিস্ফোরণের পর ওই বাসা থেকে প্যাকেট করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি (অত্যাধুনিক বিস্ফোরক) উদ্ধার করা হয়। এগুলো কার্টনের ভেতর সিল করা অবস্থায় রাখা ছিল।

এদিকে জঙ্গি আস্তানায় ৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের ডেপুটি সহকারী পরিচালক তারেক বাদী হয়ে মামলা করেন। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযান শেষে হয়তো মূল মামলা দায়ের করা হবে।’

বাংলাদেশ সময়: ১৯:৫১:২৫   ৪৬৫ বার পঠিত   #  #  #  #  #  #