বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

দুই বাউন্ডারি হাঁকিয়ে আউট সৌম্য

Home Page » ক্রিকেট » দুই বাউন্ডারি হাঁকিয়ে আউট সৌম্য
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭



সৌম্য সরকার
বঙ্গ-নিউজ: শুরুটা আজ ভালোই করেছিলেন তরুণ ওপেনার সৌম্য সরকার। ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ছোঁয়া ছিল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। ৯ রান করে অজি পেসার প্যাট কমিন্সের বলে ম্যাট রেনশর তালুবন্দী হলেন তিনি। দ্বিতীয় ইনিংসের শুরুতে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

এর আগে ৩৭৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে তাদের লিড ৭২ রানের। চট্টগ্রাম টেস্টে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। তার ৪ উইকেটে শেষ পর্যন্ত রানের পাহাড় গড়া হলো না অস্ট্রেলিয়ার। আজ ম্যাচের চতুর্থ দিন সকালে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই অজিদের শেষ উইকেটটি তুলে নিলেন মুস্তাফিজ।

এর আগে ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ‘আইপিএল বন্ধু’ মুস্তাফিজের শিকার হয়ে ফিরেন তিনি। মুস্তাফিজের ৪ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম

বাংলাদেশ সময়: ১০:৫০:১১   ৪৪৪ বার পঠিত   #  #  #  #  #  #