
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুনে পুড়ে গেছে ৩ দোকান
Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুনে পুড়ে গেছে ৩ দোকানবঙ্গ-নিউজঃ চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনে ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে।
এতে কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দর নগরীর কোতয়ালি থানাধীন আশরাফ আলী রোডের একটি খাবারের দোকানের গ্যাস লাইন ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয় জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
খবর পেয়ে তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগে আগুনে একটি খাবার দোকান, সুতার একটি ও রেক্সিনের একটি দোকান পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
বাংলাদেশ সময়: ১২:৪৬:১৪ ৭১১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News