বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে : স্বাস্থ্যমন্ত্রী
Home Page » জাতীয় » রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে : স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত অমানবিক হত্যাকাণ্ড। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকাণ্ড তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। তারা দেশে আসছে, আমরা তো তাদের মত নির্যাতন চালাতে পারি না।’ তিনি বলেন, অং সান সু চি র দেশের এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারি না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। দেশে অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে, তাদের প্রতি মানবিক দৃষ্টি দেখানো হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান হওয়া উচিত। জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত।
গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিস-এর সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন। মন্ত্রী তাকে দেখতে গেলে সে সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী তার শয্যা পাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজ-খবর নেন।
রূপার ধর্ষকদের পক্ষে লড়বেন না : আইনজীবী সমাজের প্রতি স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশের নিহত রূপার ধর্ষক ও হত্যাকারীদের পক্ষে মামলায় না লড়তে আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাড়াশের গ্রামের দরিদ্র ঘরের মেয়ে রূপা জীবিকা নির্বাহের জন্য সংগ্রামী জীবনকে বেছে নিয়েছিল। তার উপরই নির্ভর করতো দরিদ্র পরিবারটি। এই সম্ভাবনাময় তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে যারা খুন করেছে তারা পশুর চাইতেও অধম। এদের হয়ে আইনী লড়াই না চালানোর জন্য সকল আইনজীবীর প্রতি আমি অনুরোধ করছি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
বাংলাদেশ সময়: ১২:১৯:৩১ ৬১১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম