বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭

উদ্ধার তৎপরতা চলছে, ড্রোন দিয়ে জঙ্গি আস্তানা পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী

Home Page » জাতীয় » উদ্ধার তৎপরতা চলছে, ড্রোন দিয়ে জঙ্গি আস্তানা পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: রাজধানী মিরপুরের মাজার রোডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করে। খবরে জানা গেছে, গত রাতের ভয়াবহ বোমা বিস্ফোরণের পর ওই ভবনের একাংশ ধসে পড়ে।

জঙ্গি আস্তানার অবস্থা প্রথমে ড্রোনের (চালকবিহীন বিমান) মাধ্যমে পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন ওই আস্তানার ভেতর ফায়ার সার্ভিসের কর্মীর প্রবেশ করবে। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।

সর্বশেষ খবরে জানা গেছে, ঘটনা স্থলে আহত হয়েছে র‍্যাবের ৪ সদস্য। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পাওয়া যাযনি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঠিক রাত ১১: ৩০ মিনিট জানাগেছে ভেতরে থাকা ২ শিশুসহ পাঁচ জঙ্গি আত্মঘাতি হয়েছেন। এতে ২ শিশুসহ পাঁচ জঙ্গিই নিহত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ৮ ঘণ্টা ধরে ঘিরে রাখা বাড়ির সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ কিছুক্ষণের মধ্যেই আত্মসমর্পণ করবে এমনটাই জানা গিয়েছিল। স্ত্রী সন্তানকে আস্তানার বাইরে পাঠিয়ে এমন তথ্য দিয়েছে জঙ্গি। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের কাছে উপস্থিত সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন,”সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সে আত্মসমর্পণ করবে বলে আমাদের জানিয়েছে। এর মধ্যে ধ্বংসাত্মক কিছু করতে চাইলে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।” এমন পরিস্থিতিতে তাঁরা আত্মসমর্পন না করে ভয়াবহ বিস্ফোরণ টি ঘটায়।

টাঙ্গাইলে জঙ্গি আস্তানা থেকে দুজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান শুরু করা হয়। জানা যায়, ইতিমধ্যে বাড়িটির গ্যাস,বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে ভেতরে থাকা আব্দুল্লাহর সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আব্দুল্লাহ কাছে ৫০টির মতো আইডি আছে এমন তথ্যও জানা গেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের এলেঙ্গার হাসান চিশতির নামের একব্যক্তির একতলা একটি বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বড়িটি ঘিরে রাখে র‌্যাব। এসময় ঐ বাড়িটিতে অভিযান চালিয়ে মাসুদ ও খোকন নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মিরপুরের দারুস সালাম এলাকায় অভিযান চালানো হয়। পরে ঐ বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি ও তার দুইসহযোগীসহ অবস্থান করছেন এমন তথ্য জানার পর বাসাটিতে অভিযান শুরু করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০:০১:৪৪   ৪৩০ বার পঠিত   #  #  #  #  #  #