মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলের কালিহাতিতে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত করেছে র‌্যাব, ড্রোন ও অস্ত্র উদ্ধার

Home Page » জাতীয় » টাঙ্গাইলের কালিহাতিতে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত করেছে র‌্যাব, ড্রোন ও অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭



ফাইল ছবি
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত করেছে র‌্যাব। এসময় একটি ড্রোন ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান অভিযান সমাপ্তির কথা জানান।

এর আগে, সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এলেঙ্গার হাসান চিশতি নামের একব্যক্তির একতলা একটি বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বড়িটি ঘিরে রাখে র‌্যাব। এসময় ঐ বাড়িটি থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মাসুদ ও খোকন।

বাংলাদেশ সময়: ৮:৫৮:৪৯   ৪৯৮ বার পঠিত   #  #  #  #  #  #