মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭

মিরপুরে মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Home Page » সারাদেশ » মিরপুরে মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭



মিরপুরে র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: রাজধানীর মিরপুরে মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলার পর সেখান থেকে র‌্যাব সদস্যদের দিকে বোমা ছোঁড়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে দারুসসালাম থানার এসআই বলেন, রাত ১টার দিকে আমরা খবর পাই, র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বাড়িটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

মিরপুর মাজার রোড র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং জানান, বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি ছয়তলা ভবনে রাত ১২টার দিকে র‌্যাব জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে যায়। এসময় ৪/৫টি বিস্ফোরণ হয়। পরে পুরো ভবনটি ঘিরে ফেলা হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ‘ছয়তলা ওই ভবনে দুর্ধর্ষ এক জঙ্গি রয়েছে বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। র‌্যাব সেখানে অভিযান চালাতে গেলে ভেতরে থেকে প্রথমে তিন/চারটি বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি জঙ্গিরা পেট্রোল বোমাও নিক্ষেপ করে। পরে ভবনের ভেতরে একটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। র‌্যাব পুরো ভবনসহ আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। অভিযান চলছে।

অন্যদিকে, ওই এলাকার এক বাসিন্দা জঙ্গি আস্তানায় বিস্ফোরণের কথা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

তিনি লিখেছেন, আল্লাহ্‌ সহায়! ট্রান্সফরমার বার্স্ট হয়েছে বলে ভেবেছিলাম, এখন দেখি বোমা বিস্ফারণ। আমাদের বেডরুম ধোয়ায় ভরে গেছে। বিকট শব্দে পাশের বিল্ডিংয়ের গ্লাস ভেঙে গেছে। পর পর ৫/৬ টি বোমা ফাটল, পুরো এলাকা র‍্যাব পুলিশ ঘিরে রেখেছে।

তিনি আরো লেখেন, সম্ভাব্য অভিযানের ভয়ে আমরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছি। আন্দাজ করছি পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে! থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি।

সিএনজি চালক মো. সেলিম জানান, খিলক্ষেত থেকে যাত্রী নিয়ে গাবতলী যাওয়ার পথে র‌্যাব-পুলিশ সদস্যরা তাকে আটকে দেয়। পরে তিনি ফিরে আসেন।

আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এবং গোলাগুলি চলছিল।

বাংলাদেশ সময়: ৮:৪৬:২৯   ৪৮০ বার পঠিত   #  #  #  #  #  #