সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
ভাঁটি এলাকার গনমানুষের প্রিয় নেতা আব্দুল আওয়াল তালুকদার আর আমাদের মাঝে নেই”
Home Page » বিবিধ » ভাঁটি এলাকার গনমানুষের প্রিয় নেতা আব্দুল আওয়াল তালুকদার আর আমাদের মাঝে নেই”আল আমিন আহমেদ সুনামগঞ্জ প্রতিনিধি বঙ্গ- নিউজঃ সুনামগঞ্জ জেলার ভাঁটি এলাকা মধ্যনগর ও ধর্মপাশার জন নন্দিত নেতা ,সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান , মধ্যনগর থানা আওয়ামীলীগের সভাপতি এবং ভাঁটি এলাকার সিংহ পুরুষ খ্যাত আব্দুল আওয়াল তালুকদার গতকাল রবিবার বেলা ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএম (সম্মিলিত সামরিক ) হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার বেলা ২টায় মধ্যনগর থানা মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্টিত হওয়ার পর জানাযা শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, বিএনপির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে । আব্দুল আউয়াল তালুকদারের মিত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ । কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষে মরহুমের জানাযায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।আরোও উপস্হিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন , সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক , সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আখতারুজ্জামান সেলিম।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ রফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন এবং এলাকার সর্বস্তরের সাধারন মানুষ এবং দ্বিতীয় দফা জানাযা নিজ গ্রামে মধ্যনগর থানার দগনুই গ্রামে অনুষ্টিত হওয়ার পর মরহুমের লাশ পারিবারিক কবরস্হানে দাফন করা হয় । এলাকার সুশীল সমাজ ও সাধারন মানুষ তাঁর মিত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা।
বাংলাদেশ সময়: ২১:৫৫:১৬ ৬৯৩ বার পঠিত