সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
সেন্টমার্টিনে নারী শিশুসহ দুই হাজার ১১ জন রোহিঙ্গাকে আটক
Home Page » জাতীয় » সেন্টমার্টিনে নারী শিশুসহ দুই হাজার ১১ জন রোহিঙ্গাকে আটক
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: রোহিঙ্গা আদিবাসী জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি উল্লেখ যোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এরা ইসলাম ধর্মে দীক্ষিত। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও তা অলিখিত। মায়ানমারের আকিয়াব, রেথেডাং, বুথিডাং, মংডু, কিয়কতাও, মাম্ব্রা, পাত্তরকিল্লা, কাইউকপাইউ, পুন্যাগুন ও পাউকতাউ এলাকায় এদের নিরঙ্কুশ বাস। মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের সেন্টমার্টিন এলাকায় পালিয়ে আসা নারী শিশুসহ দুই হাজার ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে ফেরত পাঠাতে কাজ করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতর সূত্র জানায়, সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন বাংলাদেশের টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এর আয়তন ৮ বর্গ কিলোমিটার। এটি একটি আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র এখানে পালিয়ে আসা কর্মহীন নারী-পুরুষ অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ। নিরাপত্তার স্বার্থেই স্থানীয় সরকার ও প্রশাসনের সহযোগিতায় দুই হাজার ১১ রোহিঙ্গাকে গণনার ভিত্তিতে সনাক্ত করা হয়েছে। তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যানও পুলিশের সহযোগিতায় দুই হাজার ১১ জনকে সেন্টমার্টিনে কোস্টগার্ডের তত্ত্বাবধানে সিসিএমসি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখান থেকে পর্যায়ক্রমে নিরাপদ নৌ পথে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকার মানবিক। তবে নিজেদের নিরাপত্তা আগে রক্ষা করতে হবে। সেজন্য রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:৩২:৩১ ৫৭১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম