সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
আবারও আঘাত হানেন লায়ন, তামিমের পর ফিরে গেলেন ইমরুল, চাপে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » আবারও আঘাত হানেন লায়ন, তামিমের পর ফিরে গেলেন ইমরুল, চাপে বাংলাদেশ
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: সিরিজের দ্বিতীয় বা শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। দ্বিতীয় টেস্টে টাইগার স্কোয়াডে ফিরেছে ব্যাটসম্যান মমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে টাইগাররা। দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরে যান ওপেনার তামিম ইকবাল। নাথান লায়নের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন তিনি। এরপর টাইগার শিবিরে আবারও আঘাত হানেন লায়ন। এবার ইমরুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
এই মূহুর্তে ব্যক্তিগত ৮ রানে ক্রিজে আছেন সৌম্য সরকার। এর আগে সকাল সাড়ে নয়টায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম টেস্ট জিতে এগিয়ে রয়েছে টাইগাররা।
দ্বিতীয় টেস্টে এক পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা। বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন একটাই। পেসার সফিউলের পরিবর্তে একাদশে ফিরেছেন ব্যাটসম্যান মমিনুল হক। অলরাউন্ডার মিলিয়ে ৯ ব্যাটসম্যান নিয়ে খেলছে টাইগাররা। উদ্বোধনী জুটি তামিম ৬ ও সৌম্য ৪ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।
বাংলাদেশ সময়: ১১:২২:৩৫ ৬৪২ বার পঠিত