সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
ন্যাথান লায়নের বলে তামিমের বিদায়,বাংলাদেশের সংগ্রহ ১৩
Home Page » ক্রিকেট » ন্যাথান লায়নের বলে তামিমের বিদায়,বাংলাদেশের সংগ্রহ ১৩স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। জীবন পেয়ে ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। ৯ রান করে ন্যাথান লায়নের বলে আউট হয়ে গেছেন তিনি। ১৩ রানের মাথায় বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট।
দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও ওপেনার তামিম ইকবাল দুই অঙ্কের ঘরও ছুঁতে পারলেন না তিনি। অপর ওপেনার সৌম্য সরকার আছেন ৪ রান নিয়ে। তার সাথে জুটি বেঁধেছেন ইমরুল কায়েস।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ১৫।
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। টসে জিতে তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ভাষ্যকাররা টস জয়কে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন। ফলে খেলা শুরুর আগেই জয় পেয়ে গেল বাংলাদেশ।
গতকাল চট্টগ্রামে প্রবল বৃষ্টি হলেও আজ সকাল থেকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে।
চট্টগ্রাম টেস্টে দুই দলেই পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দলে একটি এবং অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ দল এই টেস্টে এক পেসার নিয়ে খেলতে যাচ্ছে। বাংলাদেশ দলে ঢুকেছেন মুমিনুল হক। বাদ পড়েছেন শফিউল ইসলাম।অস্ট্রেলিয়া দলে পরিবর্তন হয়েছে দুটি। ইনজুরির শিকার খাজা উসমান এবং হ্যাজল উড বাদ পড়েছেন। আর দলে স্থান পেয়েছেন হিলন্ট কাটরাইট আর স্টিভ ও কিফি।
বাংলাদেশ দল:তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।
বাংলাদেশ সময়: ১১:১৩:৫৬ ৬৭৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম