সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭

দিয়ার আজ-জোহর নগরীতে ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী পৌঁছে যাবে :গভর্নর

Home Page » জাতীয় » দিয়ার আজ-জোহর নগরীতে ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী পৌঁছে যাবে :গভর্নর
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭



সিরিয় বাহিনী
সিরিয়ার দায়েশ অধিকৃত দিয়ার আজ-জোহর প্রদেশের গভর্নর বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরিয় বাহিনী এ নগরীতে পৌঁছে যাবে। তিনি গতকাল এ কথা বলেছেন।

গভর্নর মোহাম্মদ ইব্রাহিম সামরা বলেন, সিরিয় বীর বাহিনী ২৪ থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে দিয়ার আজ-জোহরে পৌঁছে যাবে। এদিকে কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দিয়ার আজ-জোহর নগরীর পশ্চিমাঞ্চলীয় গ্যারিসনের কাছে পৌঁছে গেছে সিরিয় বাহিনী।

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ সদস্যদের সঙ্গে সিরিয় বাহিনী প্রচণ্ড লড়াইয় শুরু হওয়ার কথাও জানিয়েছে। লড়াইয়ে অনেক দায়েশ নিহত হওয়ার কথা জানিয়েছে সিরিয় বাহিনী। ২০১৪ সাল থেকে এ নগরী দায়েশের দখলে রয়েছে।-পার্সটুডে।

বাংলাদেশ সময়: ১১:০২:৩১   ৬১০ বার পঠিত   #  #  #  #  #  #