রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭

সপরিবার ৩০০ আইএস যোদ্ধা মরুভূমিতে আটকা পড়েছে

Home Page » জাতীয় » সপরিবার ৩০০ আইএস যোদ্ধা মরুভূমিতে আটকা পড়েছে
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭



 ছবি:ইন্টারনেট থেকে

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ:  সিরিয়ার মরুভূমিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর ২০টিরও বেশি যানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন।

এই গাড়িগুলো মরুভূমিতে কয়েক দিন ধরে আটকে পড়া প্রায় ৩০০ আইএস যোদ্ধা এবং তাদের পরিবারকে সাহায্য করতে এসেছিল।

মার্কিন কোয়ালিশন বাহিনী বলছে, এদের মধ্যে ‘অভিজ্ঞ যোদ্ধারা’ রয়েছে, তবে সঙ্গে নারী ও শিশু থাকায় তাদের ওপর বোমা ফেলা হয়নি। খবর বিবিসি

এই আইএস জঙ্গিরা সম্প্রতি লেবানন-সিরিয়া সীমান্তে হেজবোল্লাহর সঙ্গে এক লড়াইয়ে পরাজিত হয়, এবং তাদের দখলে থাকা শেষ ভূখণ্ডটি হারায়।
এর পর লেবাননের হেজবোল্লাহর সঙ্গে তারা এক সন্ধি করে এবং হেজবোল্লাহ এই জঙ্গিদের সিরিয়ার পূর্বাঞ্চলে অন্য একটি আইএস নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবার অনুমতি দেয়।

কিন্তু মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন তাদের পথ আটকে দেয়। তারা বোমা ফেলে রাস্তা ধ্বংস করে দিলে প্রায় ৩০০ আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাসগুলো মরুভূমিতে আটকা পড়ে।
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় হুমায়না এবং আল-সুখনা নামে দুটি শহরের মাঝখানে মরুভূমিতে আটকা পড়েছে এই বাসগুলো।

একজন উর্ধতন মার্কিন জেনারেল বলেছেন, ইসলামিক স্টেটের প্রধান আবুবকর আল-বাগদাদি সম্ভবত এখনো বেঁচে আছেন।

মে মাসে রাশিয়া দাবি করেছিল, সিরিয়ার রাক্কায় তাদের চালানো এক আক্রমণে আল-বাগদাদি ‘খুব সম্ভবত’ নিহত হয়েছেন।

তবে মার্কিন জেনারেল টাউনসেন্ড বলছেন, গোয়েন্দা তথ্য থেকে আভাস মিলছে যে তিনি এখনও জীবিত।

এর আগেও বহুবার বাগদাদির মৃত্যুর খবর বেরিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৭   ৪১৯ বার পঠিত   #  #  #  #  #  #