রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭

সৌদি বাদশাহ-এরশাদ বৈঠক

Home Page » জাতীয় » সৌদি বাদশাহ-এরশাদ বৈঠক
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭



 ফাইল ছবি,সৌদি বাদশা ও এরশাদ

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: দীর্ঘ প্রায় ১৫ বছর পর সৌদি বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (২ সেপ্টেম্বর) সৌদি বাদশাহর মেহমানখানা পবিত্র মক্কা শরিফের মিনা প্যালেসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় বাদশা সালমান আব্দুল আজিজের সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার স্ত্রী নাসরিন জাহান রত্না হাওলাদার এমপি ও প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার উপস্থিত ছিলেন।

১৯৯০ সালে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর কয়েকবার সৌদি বাদশাহর সঙ্গে দেখা-সাক্ষাৎ হলেও মাঝখানে প্রায় ১৫ বছরের বেশি সময় এরশাদ সৌদি বাদশাহর রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বৈঠকের সুযোগ পাননি। দীর্ঘদিন পর এবার এরশাদ সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদ আরব যান।

তিনি দলের মহাসচিবসহ তিনজন সফরসঙ্গী নিয়ে বাদশাহর মেহমানখানায় উঠেন। পবিত্র হজ আদায় করে শনিবার মক্কা শরিফের মিনা প্যালেসে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।

সৌদি বাদশার সঙ্গে এরশাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৬   ৪০৭ বার পঠিত   #  #  #  #  #  #