
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭
হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
Home Page » জাতীয় » হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি হন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট তাপস কান্তি ভৌমিক বলেন, কাদের সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনো সব রিপোর্ট আসেনি। তারপরও যতটুকু ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৬:০৪ ২৩৮৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম