রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭
ভারতীয় নারীরা স্বামী পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে
Home Page » এক্সক্লুসিভ » ভারতীয় নারীরা স্বামী পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: ‘পারিবারিক নির্যাতন’ এই কথাটা বোধহয় আমরা সমাজে কমবেশি সকলেই শুনতে অভ্যস্ত। আর কথাটা শোনা মাত্রই কোনো স্বামীর বউ পেটানোর কথাই মাথায় আসে। তাই নয় কি? কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে পারিবারিক নির্যাতন বলতে ’পুরুষ-স্ত্রী’ উভয় লিঙ্গই বোঝায়।
একটা কথা শুনলে বিস্মিত হতে হবে। একটি সমীক্ষা বলছে ভারতীয় নারীরা নাকি স্বামী পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে। কথাটা শুনে নারীরা বোধহয় একটু রেগে গেলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা অন্তত তাই বলছে।-জি নিউজ।
আর এই সমীক্ষায় মিশরীয়রা রয়েছেন নাম্বার ওয়ানে। আর ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। বিষয়টি দঃখজনক হলেও সত্যি। মানে মার্কিন সমীক্ষা তো এমনটাই বলছে। তবে তাদের প্রকাশিক সে সমীক্ষায় নেই বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ৯:১৫:১৪ ৭৯২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম