রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭

ঈদের শুভেচ্ছা বিনিময়ে গণভবনে শেখ হাসিনা-সিনহার মধ্যে কি কথা হয়েছে

Home Page » জাতীয় » ঈদের শুভেচ্ছা বিনিময়ে গণভবনে শেখ হাসিনা-সিনহার মধ্যে কি কথা হয়েছে
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭



---
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, বিচারপতিগণ ও সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকসহ গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বেশি তেমন কিছু করেননি। তবে তিনি শুধু একটি কথাই বলেছেন, আপনি কষ্ট করে আজকের ঈদের জন্য এসেছেন। এজন্য অনেক ধন্যবাদ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও শেখ হাসিনার বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫৪:২৯   ৬৭৪ বার পঠিত