শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হন সাকিব আল হাসান

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হন সাকিব আল হাসান
শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭



 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাকিব আল হাসাান

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ; অস্ট্রেলিয়ার সঙ্গে টাইগারদের টেস্ট সিরিজ চলছে। ঢাকায় বাংলাদেশে ঐতিহাসিক জয়ের পর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

তবে শনিবার ঈদের দিন হওয়ায় টাইগাররা কেউ এখনো ঢাকায়। রাতের ফ্লাইটের অপেক্ষায়। তার আগে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানতে গণভবনে হাজির হন। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে প্রধানমন্ত্রীকেও বেশ উচ্ছ্বসিত দেখা যায়। মুখে ফল তুলে দিয়ে ক্রিকেটের যুবরাজকে বরণ করে নেন তিনি।

সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবের দারুণ পারফর্ম্যান্সে বাংলাদেশ সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান করার পর দুই ইনিংসে উইকেট নেন ১০টি।

স্মরণীয় ওই জয়ের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে চলে আসেন। সেদিনও সাকিবের সঙ্গে কথা হয় তার। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন সমর্থনের প্রশংসা করেন সাকিব।

বাংলাদেশ সময়: ২০:১৯:১০   ১৪৭৬ বার পঠিত   #  #  #  #  #  #