শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

Home Page » জাতীয় » জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭



জাতীয় ঈদগাহে ঈদের নামাজ

বঙ্গ-নিউজ: জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন হয়েছে হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত হয় এ জামাত।

রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নিয়েছেন দেশের প্রধান এ জামাতে। এছাড়া মন্ত্রী-এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বিচারপতি ও সচিব এবং বাংলাদেশে অবস্থানরত মুসলিম দেশের কূটনীতিকরাও ঈদের জামাতে অংশ নিয়েছেন।

ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। শিশু থেকে শুরু করে সব বয়সীরা পাঞ্জাবি-পাজামা-টুপি পরে দলে দলে এসেছেন এখানে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার আগে মুসল্লিরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।

দীর্ঘ লাইন ধরে তারা একে একে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। এ সময় স্থান না হওয়ায় ঈদুল আজহার দুই রাকাত নামাজ আদায় করতে মুসল্লিরা রাস্তায়ও দাঁড়িয়ে যান।

ঈদের নামাজ আদায় করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল পৌনে ৮টার দিকে ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত হন।এ সময় ইমাম দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ৯:৪১:৪৮   ৪৯৮ বার পঠিত