শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭
ঢাকার অদূরে গরুর হাটে বোমা সদৃশ বস্তু!
Home Page » জাতীয় » ঢাকার অদূরে গরুর হাটে বোমা সদৃশ বস্তু!
বঙ্গ-নিউজ- ঢাকার অদূরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার কোরবানির পশুর হাটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি ঘড়িসহ বস্তা প্যাঁচানো মিষ্টির প্যাকেট সাইজের ওই বস্তুটি বোমা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই হাটের এক দিকে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ক্রেতা-বিক্রেতাদের মুখে মুখে অল্প সময়ের মধ্যেই এ তথ্য পুরো বাজারে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর নিশ্চিত হওয়া যাবে ওটা আসলেই বোমা কিনা। বর্তমানে ওই জায়গা থেকে থেকে পশু ব্যবসায়ী ও ক্রেতাসহ সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৮:০৩:১৬ ৭৭৬ বার পঠিত