বুধবার, ৩০ আগস্ট ২০১৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Home Page » সারাদেশ » লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বুধবার, ৩০ আগস্ট ২০১৭



আটক   মোহসিন আলী (৩০)।
মিজানুর্  রহমান, বঙ্গ-নিউজঃ   লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক  মাদক ব্যবসায়ীর নাম মোহসিন আলী (৩০)।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় ১৮০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক মোহসিন ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬ জনের একটি মাদক পাচারকারী চক্র ভারতীয় সীমান্ত অতিক্রম করে ব্যাগ হাতে পায়ে হেঁটে চন্দ্রপুর বাজার আসছিল।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই ব্যাগ ফেলে পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে মোহসিনকে আটক করে। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৪৫:৫৩   ৬৬৫ বার পঠিত   #  #  #  #  #  #