মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭

লেখক ড. মনিরুস সালেহীন এর জন্মদিন

Home Page » Wishing » লেখক ড. মনিরুস সালেহীন এর জন্মদিন
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭



ড. মনিরুস সালেহীন

বঙ্গ-নিউজঃ  আজ ২৯ আগস্ট, বাংলাদেশের কৃতিমান লেখক ড মনিরুস সালেহীন এর জন্মদিন। তাঁর জন্ম ময়মনসিংহের গফরগায়ের শাখচুড়ায়। শিক্ষাবিদ বাবা এ বি মুসলেহ উদ্দিন আহমেদ ও বিদুষী মা হাজেরা খাতুনের নয় সন্তানের কনিষ্ঠতম।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের খ্যাতিমান কৃতি ছাত্র মনিরুস সালেহীন উচ্চতর শিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রে , হাম্ফ্রে ফেলো হিসেবে আর অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস নিয়ে পি-এইচডি করেছেন পাবলিক পলিসিতে।।  বিশ্ববিদ্যালয়ে  ছাত্র  জীবনেই তিনি লেখক হিসেবে পরিচিত হয়ে উঠেন …দুহাত ভরে লিখেছেন ভাবশালী জাতীয় দৈনিকে ও সাহিত্য পত্রিকায়। সৃজনশীল লেখনী তাঁর কলমে, আধুনিক এই সময়েও  তাঁর লেখা পাঠককে সাবলীল আকর্ষণ করে, বাংলা সাহিত্যের মার্জিত সৌন্দযে বিকশিত তাঁর সৃষ্টি বেশ গভীরভাবে স্থান করে নিয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলঃ ‘ বেকেটের দুঃস্বপ্নের পৃথিবী ও অন্যান্য প্রবন্ধ’ ,  ’কাহ্লীল জিবরানের বালু ও ফেনা’, ‘খেলে যায় রৌদ্রছায়া’(উপন্যাস), ‘হাকুনা মাতাতা’ (ভ্রমণ গল্প), ‘বাইরে এখন রৌদ্র বেশি’ (ছড়া প্রবচন)এছাড়া  বর্তমানে যেতে যেতে পথে ভ্রমণমূলক লেখা ভীষণ জনপ্রিয়ভাবে বঙ্গ-নিউজ পত্রিকায় ও অন্যান্য মাধ্যমে প্রকাশিত হচ্ছে।  বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেও একজন নিয়মিত লেখক হয়ে সবার মনে আসন করে নিয়েছেন। তাঁর জন্মদিনে বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে এবং পাঠক-ভক্তদের শুভাশিস ও  তাঁর সফলতা এবং দীর্ঘায়ু  কামনা করে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৮   ১৪৫০ বার পঠিত   #  #  #  #  #  #