সোমবার, ২৮ আগস্ট ২০১৭
এই ঈদে আসিফ আকবরের “পাপী” শিরোনামের গানের ভিডিও নিয়ে সালমান আসিফ”
Home Page » ফিচার » এই ঈদে আসিফ আকবরের “পাপী” শিরোনামের গানের ভিডিও নিয়ে সালমান আসিফ”ওমর সানি ঃ বঙ্গ-নিউজ ঃবাংলা গানের যুবরাজ আসিফ আকবরকে ভালবেসে আসিফিয়ানদের উদ্দেশ্য “পাপী” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে এই ঈদে আসছেন সালমান আসিফ। ইতিমধ্যে গানটির শুটিং শেষ। এখন শুধু রিলিজের অপেক্ষা। ভিডিওটা আসলে ভালবাসার পাগলামির সৃষ্টি। আসিফিয়ানদের জন্য ঈদ উপহার ও বটে। “পাপী” শিরোনামের গানটি মিউজিক ভিডিও সম্পর্কে সালমান আসিফ বলেন….
আমি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরকে দীর্ঘদদিন যাবত ভালবাসি। ভালবাসাটা আসলে হৃদয় থেকে আসে। ” পাপী” গানটা আমার অনেক প্রিয়। আসিফ ভাইকে ভালবেসে সকল আসিফয়ানদের উদ্দেশ্য কোরবানি ঈদের উপহার হিসেবে ভিডিও টি নির্মান করেছি। ভিডিওটির পরিচালক আমি নিজেই।আশা করি ভিডিওটি সবার ভাল লাগবে।সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ও ভালবাসা।
বাংলাদেশ সময়: ২০:০৯:২৫ ১১৭৫ বার পঠিত