রবিবার, ২৭ আগস্ট ২০১৭
“সঙ্গীতশিল্পী মুরাদ আলী খানের “দিল যায় জ্বলি”এই ঈদে”
Home Page » ফিচার » “সঙ্গীতশিল্পী মুরাদ আলী খানের “দিল যায় জ্বলি”এই ঈদে”ওমর সানিঃ বঙ্গ-নিউজঃ এবারের ঈদে অন্যতম চমক হিসেবে থাকছে সঙ্গীতশিল্পী মুরাদ আলী খানের “দিল যায় জ্বলি” শিরোনামের একটি গান। গানটি ইতিমধ্যে স্রোতামহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছে।গানটির কথা ও সুর একেবারে ভিন্ন আঙিকের। যা স্রোতাদের ভাললাগাতে বাধ্য করবে বলে এ গানের সাথে সংশ্লিষ্ট সবাই আশাবাদী। “দিল যায় জ্বলি ” গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। শুধু তাই নয় গানটির চমকপ্রদ সুরের স্রষ্টা শিল্পী নিজেই। গানটির প্রসঙে সঙ্গীতশিল্পী মুরাদ আলী খান বলেন—–
“দিল যায় জ্বলি” শিরোনামের গানটি সম্পূর্ন ভিন্ন আঙিকে ও নতুনত্বের ছোঁয়া দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা রাখী গানটি বাংলা গানপ্রেমীদের হৃদয়ে ভিন্নভাবে যায়গা দখল করবে। চেষ্টা করেছি গানটির ১০০% পূর্নতা দেওয়ার জন্য। সফলতা নির্ভর করছে সঙীত প্রেমীদের ওপর। তবে আশা রাখি গানটি ভক্তস্রোতাগন খুব ভালভাবে গ্রহন করবে। গানটির অপূর্ব সঙ্গীত আয়োজন করেছেন রিয়েল আশিক। সবার ভালবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:২০ ৭৯২ বার পঠিত