শনিবার, ২৬ আগস্ট ২০১৭
হাতীবান্দায় তিস্তার তীরে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
Home Page » বিবিধ » হাতীবান্দায় তিস্তার তীরে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় গণ-কমিটি।
শনিবার উপজেলার মেডিকেল মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নদী ভাঙ্গনের শিকার হাজারো মানুষ উপস্থিত হয়।
তিস্তা ব্যারাজ থেকে তিস্তা সড়ক সেতু পর্যন্ত বাম তীরে বাঁধ নিমার্ণের দাবী জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক রোকনুজ্জামান সোহেল, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারন সম্পাদক নুরল হক, ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু, এ্যাড. নাসিরুল ইসলাম প্রবাল ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, কৃষকলীগ সম্পাদক রুমন, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, যুবদল নেতা হাসানুজ্জামান জুয়েল, যুবলীগ নেতা সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:১৮:০০ ৫৪৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News