শনিবার, ২৬ আগস্ট ২০১৭

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী গাইবান্ধায় পৌঁছেছেন

Home Page » সারাদেশ » সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী গাইবান্ধায় পৌঁছেছেন
শনিবার, ২৬ আগস্ট ২০১৭



প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে গোবিন্দগঞ্জ পৌঁছান প্রধানমন্ত্রী।জানা যায়, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বর্ন্যাতদের মধ্যে ত্রাণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুর ২টায় তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা করবেন। আড়াইটার দিকে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বর্ন্যাতদের মধ্যে ত্রাণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৩টায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:২৭   ৪৭৭ বার পঠিত   #  #  #  #  #  #