বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে ২৭ অাগস্ট

Home Page » শিক্ষাঙ্গন » বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে ২৭ অাগস্ট
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ফয়সাল হাবিব সানি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (বশেমুরবিপ্রবি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ হচ্ছে অাগামী ২৭ অাগস্ট। অাসন্ন পবিত্র ঈদ-উল-অাযহা উপলক্ষ্যে ২৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের দীর্ঘ ছুটি শুরু হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম ও অাবাসিক হলগুলো বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে আগামী ২৭ আগস্ট থেকে এ ছুটি শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে অাগামী ২৫ ও ২৬ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ার দরুণ আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ১০ দিনের এ দীর্ঘ ছুটি শেষে পুনরায় আগামী ১০ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৪   ৫২৪ বার পঠিত   #  #  #  #  #  #