বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
গরু প্রবেশ বন্ধে সাড়ে সাত হাজার কোটি রুপি হারাচ্ছে ভারত
Home Page » জাতীয় » গরু প্রবেশ বন্ধে সাড়ে সাত হাজার কোটি রুপি হারাচ্ছে ভারতবঙ্গ-নিউজঃ ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে এবার গরু আসা অনেক কমে গেছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কড়া পাহারার কারণে গরু আসা কমেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এবারের ঈদে গরু প্রবেশ কমেছে প্রায় ৭৫ ভাগ। ঈদের সময় ভারত বাংলাদেশে গরু পাঠিয়ে বা বিক্রি করে আয় করে ৯ হাজার কোটি রুপি। এবার তা কমে এক হাজার ৬০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। ফলে প্রায় সাড়ে সাত হাজার কোটি রুপির বাজার হারাতে হচ্ছে ভারতকে। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত এই ঈদে পশ্চিমবঙ্গের অ্যাংরাইল সীমান্ত দিয়ে অবৈধ পথে গবাদি পশু চালানে ব্যস্ত থাকেন গোপাল বোস (৩০)। কিন্তু এ বছর চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে।
অব্যাহত প্রচারণা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে চলতি বছর বাংলাদেশে ভারতীয় গবাদি পশু পাঠানো কমে দাঁড়িয়েছে চার-পাঁচ লাখে। আগে পাঠানো হতো ২০ থেক ২২ লাখ। রিপোর্টে বলা হয়, বাংলাদেশে এ সময়ে গবাদি পশুর চাহিদা প্রায় ৮৮ লাখ। কয়েক বছর ধরে এই চাহিদার এক-চতুর্থাংশের যোগান দিয়ে আসছে ভারত। বেশির ভাগ গবাদি পশু (গরু) বাংলাদেশে পাঠানো হয় হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থান থেকে।বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের ফাঁকফোকর দিয়ে এসব গরু পাঠানো হয়। এ ক্ষেত্রে বাংলাদেশে কোনো বাধা নেই। গড়ে এ সময়ে প্রতিদিন পাঁচ হাজার পশু পাঠানো হয় বাংলাদেশে। এভাবে গরু বা গবাদি পশু বাংলাদেশে পাঠানোর একটি গুরুত্বপূর্ণ স্পট হলো ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অ্যাংরাইল। ইছামতী নদী দিয়ে গোপাল বোস গবাদি পশু বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেন এবারও। কিন্তু ওই অ্যাংরাইল সীমান্তসহ অন্যান্য পয়েন্টের চেহারা পাল্টে গেছে এবার।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন পাঁচ হাজার গরু আসার কথা থাকলেও এখন আসছে মাত্র ৫০০ গরু। বিএসএফ ও পুলিশের কড়া তৎপরতার কারণে এ বছর গোপাল বোস ব্যবসা থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ সরকারও ভারত থেকে অবৈধ পথে গবাদি পশু না আসার ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। স্থানীয় পর্যায়ে গবাদি পশু উৎপাদনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
বাংলাদেশ সময়: ১১:২০:১২ ৬২৭ বার পঠিত