বুধবার, ২৩ আগস্ট ২০১৭

ভাবনাটা বড়ই পূরানো, তবুও মনের মাঝে খটকা লাগে- ইভা আলমাস

Home Page » ফিচার » ভাবনাটা বড়ই পূরানো, তবুও মনের মাঝে খটকা লাগে- ইভা আলমাস
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



ইভা আলমাস
শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা দেখে আর সহ্য হয়না। আমাদের একটা দারুণ অভ্যাস হয়ে গেছে, কিছু বাহাদুরি দেখাতে চাইলে সব শিশুদের উপর দিয়ে চালিয়ে দেই।
টিচার তার শক্তি দেখাবে “মারে শিশুদের”, মালিক তার দৌরাত্ম দেখাবে পাম্প করে দেয় শিশুর গুহ্যদেশে , আর আমাদের মহামতি শিক্ষাব্যবস্থা নির্ধারকেরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বেছে নিয়েছেন সেই শিশুদেরই!কি দরকার এই ডিইপি, জেএসসি র ঝামেলা রাখার? কোথাও দেখলাম না আমার মেয়ের ওসব সার্টিফিকেট চাইতে ; শুধু গ্রহণযোগ্য এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট। যেচে বললেও বলে “no need”. অথচ এই দুই সার্টিফিকেট gain করার জন্য অভিভাবক বাধ্য হচ্ছেন বাচ্চাদের শৈশব কেড়ে নিতে। আর স্কুল গুলোতো রমরমা ব্যবসাকেন্দ্র !
নিজেরাই কোচিং টাইম ঠিক করে, নিজেরাই ফিস নির্ধারণ করে দেয়। আর তাদের অমোঘ বাণী… “সবাইকে কোচিং করতে হবে”। গার্ডিয়ান পারুন বা না পারুন তাঁরা বাউন্ড কোচিং এ দিতে !

বাচ্চাদের এভাবে বন্দী করে কতটুকু লাভবান হচ্ছেন আমাদের শিক্ষাকর্তা ব্যক্তিরা, আমার খুব জানতে ইচ্ছে করে !
আমরা ছেলেবেলায় মা মাটির দৃশ্য দেখেছি , কত রকম খেলাধুলা করেছি , বাগান করেছি , বন্ধুরা দল বেঁধে সবুজ অরণ্যে হারিয়েছি বলেই না আজ দেশকে ভালবাসি । দেশের কষ্টে কাঁদতে পারি ।
এসব সব হারানো শিশুরা কি পারবে দেশকে দেশের মানুষকে দেশের কষ্টকে ভালবাসতে, যাদের জানতেই দেওয়া হচ্ছেনা কোন অনুভূতিময় পরিবেশকে।
বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা শিশুগুলোই পরবর্তিতে দেশের হুমকি হয়ে দাঁড়াবে অবশেষে…

তাই বিদেশের সাথে তাল না মিলিয়ে আমার দেশের পরিবেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষাকে
দেশবান্ধব দেশপ্রেমবান্ধব করে গড়ে তোলার দাবী জানাচ্ছি যাতে আমার শিশুরা দেশকে মাটিকে জানতে পারে। আর অকারণ পরীক্ষার বদলে সেই সময়টুকু হাতে কলমে শিক্ষা দেওয়া হোক…
( ভুলভ্রান্তি ক্ষমা করবেন আশা করি )।

বাংলাদেশ সময়: ২১:৪৬:২১   ৬১২ বার পঠিত   #  #  #  #  #  #