বুধবার, ২৩ আগস্ট ২০১৭
দিনাজপুরে বন্যার্তদের ত্রাণ দিল ইস্ট ওয়েস্ট মিডিয়া
Home Page » সারাদেশ » দিনাজপুরে বন্যার্তদের ত্রাণ দিল ইস্ট ওয়েস্ট মিডিয়াবঙ্গ-নিউজঃ দিনাজপুর জেলা সদরের পৌর শহরের বন্যাকবলিত বাসিন্দাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া। আজ বুধবার সকালে প্রায় ১১০০ বন্যার্তের মাঝে চাল, চিড়া, গুড়, বিস্কুট স্যালাইন দিয়াশলাই এবং নাপা ট্যাবলেটসহ এসব প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শহরের সুইহারি নভারা মিশনসংলগ্ন মির্জাপুর মহল্লার প্রতিসংঘ ক্লাব মাঠে সুইহারি, মির্জাপুর, নয়নপুর, গোসাইপুর, গোবরাপাড়া বালুবাড়ী শেখপুর বাঙ্গীবেচার ঘাটসহ বিভিন্ন মহল্লার ক্ষতিগ্রস্ত দরিদ্র বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে দ্বিতীয় দফায় পাঁচ শতাধিক ব্যক্তির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ ছাড়া অতিদরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বন্যার্তদের জন্য দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয় ইস্ট ওয়েস্ট মিডিয়ার কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটাল। ত্রাণ বিতরণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছেন নিউজ টুয়েন্টিফোরের ভ্রাম্যমাণ ইউনিটের সদস্যরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক খন্দকার মাহবুব আলম, স্টাফ রিপোর্টার বি এম নূর আলম বাদল নূর, স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেল ও স্টাফ ফটো সাংবাদিক রোহিত আলী রাজিব, কালের কণ্ঠ’র প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন রাজীব, ডেইলি সানের প্রশাসনিক কর্মকর্তা তারেক, বাংলাদেশ প্রতিদিনের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, কালের কণ্ঠ রংপুরের নিজস্ব প্রতিবেদক স্বপন চৌধুরী, কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম পলাশ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, নারী কাউন্সিলর মাসুদা পারভীন মিনা এবং বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ও আঞ্চলিক প্রতিনিধিরা।
ত্রাণ বিতরণ চলাকালে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করেছে কোতোয়ালি থানার মোবাইল টিম এবং জেলা পুলিশের কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮:১৩:১৯ ৫৮১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News