বুধবার, ২৩ আগস্ট ২০১৭

হাতীবান্ধায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন দৈনিক কালের কণ্ঠ

Home Page » বিবিধ » হাতীবান্ধায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন দৈনিক কালের কণ্ঠ
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন দৈনিক কালের কণ্ঠ

বঙ্গ-নিউজঃ  লালমনিরহাট  জেলার হাতীবান্ধা উপজেলার বন্যার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার গ্রুপে পক্ষ থেকে দৈনিক কালের কণ্ঠ ত্রাণ বিতরণ করে ।
মঙ্গলবার সকালে হাতীবান্ধা আলিমুদ্দি কলেজ মাঠে একহাজার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
জেলার সব চেয়ে ক্ষতিগ্রস্ত হাতীবান্ধা উপজেলার ৮ টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন-হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়াত হায়াত খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির, কালের কণ্ঠের শুভ সংঘের লালমনিরহাট কমিটির সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক আবু হাসনাত রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শিক্ষক সোহেল রানা, ব্যবসায়ী সেলিম, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাংবাদিক মিজানুর রহমান দুলাল,প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার গ্রুপে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পরিচালনা করেছেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের দুই হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাবারের ব্যাগ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করে ।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৩   ৪৯০ বার পঠিত   #  #  #  #  #  #