বুধবার, ২৩ আগস্ট ২০১৭
বার্সেলোনায় সন্ত্রাসবিরোধী সমাবেশ
Home Page » জাতীয় » বার্সেলোনায় সন্ত্রাসবিরোধী সমাবেশবঙ্গ-নিউজঃ স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মুসলমানদের উদ্যোগে প্লাসা কাতালুনিয়ায় মৌন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম কমিউনিটি’ স্লোগান সংবলিত এই মৌন সমাবেশ ও মিছিল গত ২১ আগস্ট স্থানীয় সময় বিকেল ৭টায় অনুষ্ঠিত হয়।বার্সেলোনার কাতালুনিয়ায় বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, মরক্কো ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মুসলমান এই সমাবেশে অংশ নেন। তারা সমাবেশে সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোস্টারসহ নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে তারা ‘ইসলাম হলো ভালোবাসা আর শান্তি’, ‘আমাদের ভয় নেই’, ‘বার্সেলোনা বেঁচে থাকুক’, ‘আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নই’, ‘সন্ত্রাসকে না বলুন’, ‘বার্সেলোনা একত্রিত, আমরা কখনো অসফল হবো না’, ‘আমরা কাতালান, আমরা মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন।
সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর মৌন মিছিল ঘটনাস্থল রামলা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনার পর আইএস এই হামলার দায় স্বীকার করেছে। রামলায় পথচারীদের ওপর উঠিয়ে দেওয়া গাড়ির চালক ইউনিস আবু ইয়াকুব বার্সেলোনা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে গতকাল পুলিশের গুলিতে নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:০১ ৫৬৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News